টাঙ্গাইলের দেলদুয়ারে পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামে গভীর রাতে সৌদি প্রবাসীর স্ত্রীর ঘড় থেকে ইয়াসিন নামের এক যুবক কে আটক করেছে। এলাকা বাসী। ইয়াসিন নরুন্দা পূর্বপাড়া গ্রামের
নুরনবীর ছেলে।
জানাযায় নরুন্দা গ্রামের লাল মিয়ার ছেল বাবু প্রবাসে থাকার সুযোগে পাশের বাড়ীর বখাটে ইয়াসিন তার ছেলের বউকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো এতে বাবুর পরিবারের লোকজন বাধা দিলে তাদের কে ভয়ভীতি প্রদর্শন করতো। প্রবাসী বাবুর বাবা লাল মিয়া জানান
গত রোববার গভীর রাতে আমার ছেলের বউয়ের ঘড়ে ঢুকে অনৈতিক কাজের চেষ্টা করলে আমরা ও এলাকার লোকজন মিলে ইয়াসিন কে আটক করি।
আটকের পর সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়ে এলাকার প্রভাব শালী পরকিয়ায় আসক্ত চিন্হিত লম্পট শফিকুল ইসলাম সফি তার সন্রাশী বাহিনী নিয়ে ইয়াসিন কে তার জিম্বায় নিয়ে যায়। ঘটনার চারদিন অতিবাহিত হলেও সুষ্ঠ কোন বিচার পায়নি ওই প্রবাসীর স্ত্রীর।
ওই গ্রামের ইউপি সদস্য মোঃ মতিয়ার রহমান জানান ঘটনা টি সত্য তবে যাদের জিম্বায় দেওয়া হয়েছে বিচাবের ব্যবস্থা হলে তারা তাকে হাজির করবে।
শফিকুল এতই প্রভাবশালী যে তার বিরুদ্ধে সহজে কেউ কোন কথা বললেই তাকে বিভিন্ন ভাবে শারিরিক ও মানসিক নির্যাতন করেন। শফিকুল নিজের স্ত্রী, তিন ছেলে রেখে একই এলাকার দুই সন্তানের জননী প্রবাসী আবু বক্করের স্ত্রীকে তুলে নিয়ে তাকে বিয়ে করে। তার সাথে কয়েক দিন ঘড় সংসার কার পর তাকে বিভিন্ন ভাবে অত্যচার নির্যাতন করে তাকে আবার বিদেশে পাঠিয়ে দেয় এই লম্পট। সে সংসার ও তার টিকেনি। এর পরও থেমে থাকে নি লম্পট শফিকুল। আবু বক্করের আপন ছোট ভাই সৌদি প্রবাসী মুক্তার আলীর স্ত্রী দুই সন্তানের জননী তাকেও বিয়ে করে বর্তমানে সংসার করছেন।তার টারগেট হচ্ছে প্রবাসীর স্ত্রী। এলাকার প্রবাসী ও সাধারন মানুষ তার দূর চরিত্রের কারণে সব সময় আতঙ্কে থাকে।