রাজশাহী নগরীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে। রোববার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর রাজপাড়া থানাধীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুজ্জামান (২১) রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। তার পিতার নাম দুরুল হুদা। তিনি নগরীর বোয়ালিয়া মডেল থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত।
তথ্যটি নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার ওসি রফিকুল হক জানান, নিহত ফরিদুজ্জামান মোটরসাইকেলে এক বন্ধুসহ পদ্মা নদীর ধারের বিজিবি গার্ডেনের দিক থেকে সিমলা পার্কের যাচ্ছিল। পথিমধ্যে সার্কিট হাউসের সামনের রাস্তায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রন হারালে ফুটপাতের রাস্তার সাথে স্বজোরে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই ফরিদুজ্জামানের মৃত্যু হয়। তবে তার সাথে থাকা অপর আরোহী সামান্য আহত হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।