গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী তরুণ সংঘ আয়োজিত মানিক, ফায়েক, শামিম স্মৃতি ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পিঞ্জুরী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় মাঝবাড়ি ফুটবল একাডেমি ৩-২গোলে উনশিয়া পংকজ স্মৃতি সংঘকে পরাজিত করে। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, পিঞ্জুরী হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান চঞ্চল, সমাজসেবক কাজী অমিত মাহমুদ, আওয়ামী লীগ নেতা টিপু সুলতান, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ হানিফ হাওলাদার ঝন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া উপস্থিত ছিলেন।