পটুয়াখালীর কলাপাড়ায় অনাবাদী জমি চাষযোগ্য করতে কৃষকদের বিনা চাষে আলু ও রসুন উৎপাদনে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ সোমবার সম্পন্ন হয়েছে। সরেজমিন গবেষনা বিভাগ ও কৃষি গবেষনা ইনস্টিটিউট পটুয়াখালী এর আয়োজন উপজেলার সফল ৬০ কৃষককে প্রথমবারের মতো আলু ও রসুন চাষে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের এবং লতাচাপলী ইউনিয়নের গোড়া আমখোলা ছাবিরুর রশাদ নুরানী মাদ্রাসায় দুই দিনের প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সরেজমিন গবেষনা বিভাগ বিএআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো.সহিদুল ইসলাম খান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরেজমিন গবেষনা বিভাগ বিএআরআই,গাজীপুর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো.মাজহারুল আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরেজমিন গবেষনা বিভাগ বিএআরআই’র গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো.রবিউল আলম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.অপূর্ব কুমার চাকী। প্রশিক্ষণে অনাবাদি জমিতে কিভাবে কোন চাষাবাদ ছাড়া আলু ও রসুন চাষ করে স্বাবলম্বী হওয়া যায় এ বিষয়ে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়। উপকূলীয় কৃষকদের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে এবং অনাবাদি জমিকে চাষযোগ্য করে ফষল উৎপাদন বৃদ্ধি করা যায় এ লক্ষ্য নিয়ে কৃষকদের সচেতন ও প্রশিক্ষিত করতে এ প্রশিক্ষণের আয়েজন করা হয় বলে আয়োজকরা জানান।