মেহেরপুরের গাংনীতে দুটি বোমা উদ্ধার

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০১৯, ১২:১৫ পিএম : | আপডেট: ১৯ এপ্রিল, ২০১৯, ০২:১৫ এএম

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টায় উপজেলার সাহারবাটি গ্রামের জহিদ হোসেনের অব্যবহৃত একটি ঘর থেকে বোমা দুটি উদ্ধার করে পুলিশ। বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে। জাহিদ হোসেন সাহারবাটি ফুটবল মাঠ পাড়ার তোয়াজ আলীর ছেলে।
জাহিদ হোসেন জানান,তার গদি ঘরে মধ্যে কিছু পাটকাটি রাখা আছে সেখানে রাতের আধারে কে বা কারা দুটি বোমা রেখে গেছে। পুলিশকে খবর দিলে উদ্ধার করে নিয়ে গেছে। কি কারণে তার গদি ঘরে বোমা রেখেছে তা তিনি নিশ্চিত করতে পারেনী। তবে তিনি ধারনা করছেন ভয়ভীতি ও চাঁদার জন্য বোমা রাখা হতে পারে।
গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, খবর পেয়ে লাল টেপ দিয়ে মড়ানো বোমা দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিস্ক্রিয় করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW