ভেজাল বিরোধী অভিযান বড়াইগ্রামে দুই মুদি ব্যবসায়ীকে অর্থদন্ড

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : : | প্রকাশ: ২৩ মে, ২০১৯, ০৫:০৬ এএম

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল বাজারে ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। জানা গেছে, অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য বিক্রির মুদি ব্যবসায়ী সাজেদুল ইসলামকে ৫০ হাজার ও আনিসুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল তেল, মেয়াদোত্তীর্ণ সেমাই ও বিস্কুটসহ অন্যান্য সামগ্রী ড্রেনে ফেলে নষ্ট করা হয়।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW