গজারিয়া থানার ওসি হিসেবে যোগ দিলেন নবীনগরের মো.ইকবাল

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২০, ০৫:৫৯ এএম

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া ওসি হিসেবে যোগদান করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের উপজেলার বাসিন্দা মো. ইকবাল হোসেন।

মঙ্গলবার (৭জানু) সকাল ১১টার দিকে থানার বিদায়ী ওসি হারুন অর-রশিদকে বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি মো. ইকবাল হোসেন এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গজারিয়া থানা পুলিশ ও গজারিয়ার সুশীল সমাজ এর আয়োজনে থানা প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান। এ সময় বিদায়ী ওসি হারুন অর-রশিদ নবাগত ওসি মো. ইকবাল হোসেন এর হাতে দায়ীত্ব হস্তান্তর করেন।

উক্ত অনুষ্ঠানে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মামুন আল রশিদের সভাপতিত্বে ও গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, উপজেলা আ.লীগের সভাপতি সোলাইমান দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা (বীর প্রতিক) রফিকুল ইসলাম, থানা কমিউনিটি পুলিশের সভাপতি নাছির উদ্দিন মিয়াজী, ইমামপুর ইউপি চেয়ারম্যান মনছুর আহমেদ খান (জিন্নাহ), গজারিয়া ইউপি চেয়ারম্যান আবু তালেব ভুইয়া, হোসেন্দী ইউনিয়নের নবাগত চেয়ারম্যান মনিরুল হক মিঠু, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা তানেছ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, আল-আমিন দেওয়ান,উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ডা. ডমনু আরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ সরু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আজিজুল হক পার্থ, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলেয়ামান হোসেনসহ সুশীল সমাজ এবং থানার সকল অফিসারবৃন্দ।

উল্লেখ্য, নবাগত ওসি মো. ইকবাল হোসেন বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের উপজেলায়। তিনি ইতিপূর্বে লক্ষীপুর, কুমিল্লা, মৌলভীবাজাওে বিভিন্ন থানায় দায়ীত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি লক্ষীপুর জেলার রামগতি থানায় ছিলেন। দায়ীত্ব পালনে ওসি সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW