মনিরামপুরের পল্লীতে ৮ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। গভীর রাতে খেলা শেষে স্থানীয় চেয়ারম্যান খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ান ও রানার্সআপ পুরস্কার বিতরন করেন।
জানাযায়, বৃহস্পতিবার রাতে উপজেলার ভরতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। খেলার ফাইনাল ম্যাচে উপজেলার শ্যামনগর স্পোটিং ফুটবল একাদশ এবং কামালপুর নাভানা স্পোটিং ফুটবল একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলাটিতে গোল সমতা শুন্য থাকায় ট্রাইব্রেকারে শ্যামনগর ফুটবল একাদশ ২-০ গোলে কামালপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ান ও রানার্সআপ শিরোপা ট্রোপি তুলে দেয় ১৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। খেলাটি পরিচালনা করেন রেফারি বীরেশ্বর মন্ডল।