মদিনায় সোফা কারখানায় আগুনে ৭ বাংলাদেশি নিহত

এফএনএস : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২১, ০৮:০৩ পিএম : | আপডেট: ১১ ফেব্রুয়ারী, ২০২১, ০২:৩০ এএম

সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় আগুন লেগে দুই ভাইসহ ৭ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

নিহতদের সবার বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে বলে নিশ্চিত করেছে দূতাবাস।

জানা যায়, নিহতদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া থানার ৩ জন, কক্সবাজার জেলার টেকনাফের ৩ জন ও রামুর একজন আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরমধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার দুই ভাই। বড় ভাই নিজাম ও ছোট ভাই আরাফাত। বাকিদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW