লকডাউন ঘোষণার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

এফএনএস (গোলাম কিবরিয়া মাসুম; কুষ্টিয়া):  : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২১, ০৫:১৪ এএম

দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সোমবার থেকে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এ ঘোষণার প্রতিবাদে সোমবার (০৫ এপ্রিল) দুপুরে মানববন্ধন করেছে কুষ্টিয়া শহরের শাপলা চত্বর ও এনএস রোডের স্থানীয় ব্যবসায়ীরা। মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, লকডাউনের সিদ্ধান্ত বাতিল করতে হবে। যদি তা সম্ভব না হয়, লকডাউনের মধ্যে চারঘণ্টা মার্কেট খোলা রাখার দাবি জানান তারা। স্বাস্থ্যবিধি মেনে যদি বইমেলা চলতে পারে তাহলে স্বাস্থ্যবিধি মেনে আমরা কেন ব্যবসা চালাতে পারবনা। ব্যবসায়ীরা অবিলম্বে লকডাউন প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে ব্যবসায়ীরা আরও বলেন, সরকারি সব নির্দেশনা মেনে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসা চালু রেখে আমাদের পরিবারের জন্য রুটি-রোজির ব্যবস্থা করতে চাই। তাই লকডাউন শিথিল করে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসা চালুর দাবি জানান ব্যবসায়ীরা। এদিকে কুষ্টিয়ায় ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন। লকডাউন সংক্রান্ত সরকার ঘোষিত ১৮ দফা বাস্তবায়নে কার্যত: জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। 
সোমবার (০৫ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন রুটের বেশ কিছু যাত্রিবাহী বাস ছেড়ে গেছে। এ ছাড়া আগের মতই ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক চলছে। সকাল ৯টায় শহরের পৌরবাজারসহ সবগুলো কাঁচা বাজারে মানুষের উপছে পড়া ভিড় চোখে পড়ার মতো। নিরাপদ ও সামাজিক দূরত্বের কোন বালাই নেই এসব কাঁচাবাজার গুলিতে। বাজারের অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক ছিল না। জেলার ৬টি উপজেলা শহর ও গ্রামাঞ্চলে লকডাউন আরো ঢিলেঢালা ভাবে চলছে বলে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW