ভালুকায় মানববন্ধন, স্বারক লিপি প্রদান

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) :  : | প্রকাশ: ৬ জুলাই, ২০২২, ০২:১২ এএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানার মোড় সহ কয়েকটি স্থানে পরপর সড়ক দুর্ঘটানায় ঘটেছে। এরই প্রতিবাদে ভালুকায় নিরাপদ সড়ক ও সড়কে অন্ডার পাস নির্মানের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 
৬ জুলাই সকালে ভালুকা-গফরগাও সড়কের উপজেলা পরিষদের সামনে ভিবিন্ন শ্রেণী পেশার মানুষ ঘন্টাব্যাপী মানববন্ধন করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করা হয়েছে। স্মারক লিপি শেষে নিরাপদ সড়কের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
মানববন্ধন থেকে বক্তব্য রাখেন ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব আমীন খান, বিশিষ্ট মৎস্য চাষী আহাম্মদ উল্লা খাঁন মৃদৃল সাখাওয়াৎ সেহাসেন সরকার, ইউপি মেম্বার আসাদুজ্জামান খান, সাবেক মেম্বার শহীদ খান প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW