শৈলকুপায় আগুনে পুড়লো ২ কৃষকের ঘরবাড়ী

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) :  : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২২, ০৩:২২ এএম

ঝিনাইদহের শৈলকুপায় আগুনে পুড়ে ২ কৃষকের ঘরবাড়ী,আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সন্ধায় উপজেলার শহীদনগর-গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
দুর্র্ঘটনার শিকার জিকু হোসেন ও মুক্তার মিয়া জানান, চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। পরে তা ছড়িয়ে পড়ে। এতে আমাদের ৫টি ঘর ও ঘরের ভেতরে থাকা ধান,পেয়াজ আসবাবপত্র, নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৬-৭ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
শৈলকুপা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই। আগুনে প্রায় ৬-৭ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW