ঝিকরগাছায় প্রতিবন্ধী স্কুলে শিক্ষক আছে শিক্ষার্থী নেই

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২২, ০৪:৪৬ এএম

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের রঘুনাথ নগরের  বাবরআলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে কর্তব্যরত শিক্ষক  উপস্থিত থাকলেও খোঁজ মেলেনি শিক্ষার্থীর। সরকারি সুযোগ সুবিধার মধ্যে শিক্ষার্থীদের  প্রতিবন্ধী ভাতা ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা পায়না, এমনটি জানিয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার। 

তথ্য অনুসন্ধানে দেখা যায়, উপজেলার বাবরআলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়।  ৪৭০ জন শিক্ষার্থী নিয়ে সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত চলে বিদ্যালয়ের কার্যক্রম।

বুধবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার প্রতিষ্ঠানে উপস্থিত হলে শিক্ষকদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও বিদ্যালয়ে একজন শিক্ষার্থীরও উপস্থিতি চোখে পড়েনি।  ২৬ জন শিক্ষক থাকলেও প্রধান শিক্ষকের উপস্থিত পাওয়া নি। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছাঃ রেহেনা খাতুনের সাথে দেখা হলে তিনি বলেন, ঝিকরগাছা উপজেলাসহ পাশ্ববর্তী শার্শা ও মনিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ঐতিহ্যবহনকারী বিদ্যাপীঠের শিক্ষাপ্রতিষ্ঠান হল বাবরআলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়।

এ ব্যাপারে বুধবার সন্ধ্যায় উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন জানান- প্রতিষ্ঠানটি নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে, শুধুমাত্র প্রতিবন্ধী শিক্ষার্থীরা ৮৫০ টাকা ভাতা পায়। সরকারের অন্যান্য সুযোগ পায় না।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW