মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশ

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :  : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২২, ০৫:০৪ এএম

বইয়ের বোঝা ও ব্যাগের ভার  নয়,  আনন্দ নিয়ে শিশুরা বিদ্যালয়ে যাবে এটাই চাচ্ছেন সরকার- বলেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।  
বুধবার (৩০ নভেম্বর) সকালে রংপুর জেলা শিল্পকলা অডিটোরিয়ামে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষার অংশীজনের সমন্বয়ে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে এ কথা বলেন তিনি।  
এছাড়াও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ,শারিরীক ও মানসিক বিকাশে গুরুত্ব ও অনুশীলন, শিক্ষার্থীদের উপর শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন, দুর্বল শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান, শুধু শিক্ষকই নয় অভিভাবকদেরকেও সচেতন  প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে বক্তব্য রাখেন তিনি।  
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস' র আয়োজনে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী,   প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় ভারপ্রাপ্ত  উপপরিচালক মুজাহিদুল ইসলাম।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW