মৃত্যুশূন্য দিনে করোনা শনাক্ত ১৮

এফএনএস: : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২২, ০৫:৫২ এএম : | আপডেট: ১ ডিসেম্বর, ২০২২, ০৯:৫৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটেনি। এ সময়ে শনাক্ত হয়েছে ১৮ জন। এখন পর্যন্ত মোট ২০ লাখ ৩৬ হাজার ৫৮৫ জন শনাক্ত হয়েছে। মোট ২৯ হাজার ৪৩৩ জন মারা গেছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৮৩০ জন। এ সময়ে  দুই হাজার ২৩২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ২৩৪টি নমুনা।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW