সভাপতি ও নৌপ্রধানের সাথে আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের প্রেসিডেন্ট এর সাক্ষাত

 এফএনএস (সংবাদ বজ্ঞিপ্ত) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৩, ০৩:০৭ এএম

ঢাকা, ০৩ মার্চ ২০২৩ঃ আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের প্রেসিডেন্ট ও অলিম্পিক কাউন্সিল (এশিয়া) এর মহাপরিচালক ক্যাপ্টেন হোসেন আল-মুসাল্লাম (Capt Husain Al-Musallam) শুক্রবার 
(০৩-০৩-২০২৩) নৌসদর দপ্তরে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল (Admiral M Shaheen Iqbal)  এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় অন্যান্যের মধ্যে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট ভিনোদ কুমার তিওয়ারী, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ নৌসদরের পিএসও ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান বাংলাদেশ সফরের জন্য ক্যাপ্টেন হোসেন আল-মুসাল্লাম’কে 
আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় এবং বাংলাদেশের সাঁতারের মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাত শেষে আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের প্রেসিডেন্টকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বিভিন্ন কার্যক্রমের উপরে ব্রিফিং প্রদান করা হয়। পরে তিনি নৌসদর সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ এর সাতাঁর প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW