প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সেনবাগে যুবলীগের বিক্ষোভ 

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ২৪ মে, ২০২৩, ০১:১৬ এএম

রাজশাহীতে বিএনপির নেতা আবু সাইদ চান কর্তৃক আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে সেনবাগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে কাবিলপুর ইউনিয়ন যুবলীগ 

মঙ্গলবার বিকেলে স্থানীয় এমপি মোরশেদ আলমের নির্দেশনায় ৬ নং কাবিলপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ এনামুল হাসান সাগরের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিলটি ছমির মুন্সিরহাট পূর্ববাজার থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজারের জিরো পয়েন্টে গিয়ে প্রতিবাদ সভা করে। সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল, জাকের হোসেন বাবুল ও ৬ নং কাবিলপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ এনামুল হাসান সাগর প্রমুখ। এ সময় আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW