সিরাজদিখানে আওয়ামী লীগের বৃক্ষরোপণ 

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩৩ এএম

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটি কর্তৃক সমগ্র বাংলাদেশ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও মধ্যপাড়া ইউনিয়নবাসীর মাঝে ১ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

মালপদিয়া উচ্চবিদ্যালয়ের স্কুল মাঠে বিদ্যালয়ের সভাপতি ও মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আ: করিম এর সভাপতিত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মো: হারুন অর রসিদ সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আসলাম খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফুল আলম তানভীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার  (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম,মালপদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW