গোয়ালন্দে পীরের আগমনে লাখো মানুষের ঢল 

এফএনএস (আক্তারুজ্জামান মৃধা; গোয়ালন্দ, রাজবাড়ি) :  : | প্রকাশ: ২ মার্চ, ২০২৪, ০২:৪৫ এএম

গোয়ালন্দের দৌলতদিয়ায় ভারতের মেদেনীপুরের আঞ্জুমান-ই-কাদেরীয়া তরিকার পীর হযরত আব্দুল কাদের জিলানী (রাঃ)-এর বংশধর হযরত সায়েদ শাহ ইয়াছুফ আলী আল্ কাদরী (রাঃ) এর আগমন উপলক্ষে লাখো মানুষের ঢল নামে। শনিবার সকাল সাড়ে ১০টায় হুজুর পাক হেলিকপ্টার যোগে দৌলতদিয়া হেলিপ্যাডে অবতরন করে। এর আগের দিন থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দ দৌলতদিয়া এসে খোলা আকাশের রাত্রি যাপন করে। হুজুর পাক আসার আগেই হেলিপ্যাড থেকে দৌলতদিয়া আঞ্জুমান কাদরিয়া খানকা পাক পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার দুই পাশে লাখো মানুষ হুজুর পাকের জন্য অপেক্ষা করেন। পরে বেলা সারে ১২টার দিকে দৌলতদিয়া আঞ্জুমান কাদরিয়া খানকা পাকে ভক্তবৃন্দের সাথে মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন বাগদাদের বড়পীর হযরত আব্দুল কাদের জীলানী (রাঃ) এর খাদেম হযরত খালিদ আব্দুল কাদির মনসুর জিলানী (রাঃ)। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসেনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। দৌলতদিয়া আঞ্জুমান কাদরিয়ার সভাপতি মো. মুক্তার হোসেন বেপারী প্রমূখ। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW