বাজিতপুরে ভেকু দিয়ে মাটি কাটা থামছে না

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :   : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৪, ০১:৪৫ এএম

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের বেকী চন্দ্রগ্রাম মৌজার মধ্যে গত কয়েকদিন ধরে কৃষি জমিকে ভেকু দিয়ে কেটে চৌচির করে দিচ্ছে এলাকার প্রভাবশালী ভেকু খেকুরা। প্রশাসন মাঝে মধ্যে ভেকু খেকুদের জরিমানা ও জেল দিলেও প্রশাসনকে তারা কোন তোয়াক্কা করছেন না বলে  অভিযোগ উঠেছে। কৃষি জমি  থেকে  মাটি নিয়ে যাওয়ার ফলে মাটির উর্বরতা শক্তি দিন দিন কমে যাচ্ছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ না নেওয়ার কারণে মাটি খেকুরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসাইনকে এ বিষয়ে বললে তিনি বলেন, অচিরেই এর ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW