সোমবার সৌদি আরবে ঈদের চাঁদ দেখা যেতে পারে

এফএনএস: : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৪, ১০:৪৬ পিএম : | আপডেট: ৮ এপ্রিল, ২০২৪, ০২:৫৭ এএম

সোমবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। দেশটির সুপ্রিম কোর্ট সবাইকে নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। আজ চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার সৌদি আরবে ঈদ হবে।

আদালত তার ঘোষণায় বলে, যে ব্যক্তিই খালি চোখে কিংবা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখতে পাবেন, তিনি সাথে সাথে নিকটস্থ আদালতে গিয়ে তা জানাবেন।

সৌদি আরবসহ বেশিভাগ আরব দেশে পবিত্র রমজান শুরু হয়েছিল ১১ মার্চ। আজ সোমবার চাঁদ দেখা না গেলে মঙ্গলবার হবে ৩০ রোজা। ফলে বুধবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW