চাঁদপুরে বেড়েছে বেপরোয়া মোটরসাইকেল আরোহী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৪, ০৩:১৩ এএম

ঈদ ও পহেলা বৈশাখকে ঘিরে চাঁদপুরে বেড়েছে বেপরোয়া মোটরসাইকেল আরোহী। এদের অধিকাংশই কিশোর গ্যাং চক্র ও অবৈধ মটোর সাইকেল বাণিজ্যের মূল হোতা। তবে এসব বিষয়কে গুরুত্ব দিয়ে মাঠে তৎপরতা চালাচ্ছে জেলার ট্রাফিক বিভাগ। ১৪ এপ্রিল রোববার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন চাঁদপুরের ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর প্রশাসন মাহফুজ মিয়া। এক তথ্য মতে, শুধুমাত্র ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন ও পহেলা বৈশাখ পর্যন্ত নামিদামী ১৮ টি মোটরসাইকেল আটক করা হয়েছে। যার বিরুদ্ধে মামলাও হয়েছে ১১টি। এই মোটরসাইকেলগুলো শহরের কালীবাড়ির মোড়, বাবুটহাট থেকে এই আটক করা হয়। আটকের ক্ষেত্রে ঐ সমস্ত গাড়ীর লাইসেন্সসহ কাগজপত্র কিছু না থাকাকে কাজে লাগানো হয়েছে। এ ছাড়া ছোটখাটো অপরাধেও বাইকগুলোর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আর একাজে জেলায় মোট অর্ধশত ট্রাফিক সদস্য একযোগে কাজ করেছে। চাঁদপুরের ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর প্রশাসন মাহফুজ মিয়া বলেন, আমরা সুস্পষ্ট অপরাধ ও ট্রাফিক আইন ভঙ্গ না করলে কারো বিরুদ্ধে কঠোর হচ্ছিনা। এর বাইরে যারা পড়ছে তাদের মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বেপরোয়াভাবে এই মোটরসাইকেল গুলো চালাচ্ছে অধিকাংশই কিশোর বয়সীরা এবং অহেতুক হর্ণও বাজাচ্ছে তারা। আমরা সব বিষয় মাথায় রেখেই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছি। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW