কপিলমুনি কলেজে পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) :  : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৪, ০৫:১৪ এএম

খুলনার পাইকগাছায় কপিলমুনি কলেজে রোববার পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। এদিন বাংলা নববর্ষ থাকায় অনুষ্ঠানে ছিল বর্ষবরণের ছাপ। নারী-পুরুষের সাজেও ছিল ভিন্নতা। বর্ষবরণের মুড়ি, মুড়কি, বাতাসা, খুরমাসহ নানা পদ রাখা হয়েছিল খাদ্যতালিকায়। কপিলমুনি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী, শিক্ষক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য ও ওই কলেজের প্রাক্তন ছাত্র মো. রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। সংবর্ধিত অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল। সভাপতিত্ব করেন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যক্ষ এম নজরুল ইসলাম। জাতীয় সংগীতের মধ্য দিয়ে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। এরপর শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। এরপর কলেজের সমস্যা-সংকট ও করণীয় বিষয়ে বিষদ আলোচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় করেন, প্রাক্তন ছাত্র পার্লামেন্ট জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারী ও কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার। এরপর প্রাক্তন ও বর্তমান ছাত্র-শিক্ষকরা অংশ নেন। সর্বশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সভাপতির বক্তৃতার পর মধ্যাহ্ন ভোজের বিরতির পর বেলা ৩ টার দিকে ফের অনুষ্ঠানে ফিরে সাংষ্কৃতিক পর্ব শুরু হয়। এতে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় ও বাইরের কবি, সাহিত্যিক, শিল্পীরা অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা, গান, নৃত্য ও নাটক মঞ্চস্থ হয়। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষকদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। জাদু প্রদর্শন করেন দেশ বরেণ্য জাদুশিল্পী আর পি সাহার যোগ্য উত্তরসূরী পি সি সাহা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW