রিমান্ডে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

এফএনএস স্পোর্টস: : | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৪, ০৬:০৮ এএম

একাধিক অপরাধের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল স্লাটারকে রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। অস্ট্রেলিয়ার পুলিশের বরাতে ডেইলি মেইল অনলাইন জানিয়েছে, গতকাল অস্ট্রেলিয়ার মারুচাইদোরে ম্যাজিস্ট্রেট আদালতে স্লাটারের বিরুদ্ধে মামলা উপস্থাপন করা হয়। জানা গেছে, ঘরোয়া সহিংসতা, অনৈতিকভাবে গোপনে নজরদারি ও হয়রানি, রাতে অন্যের ঘরে বেআইনিভাবে অনুপ্রবেশ, শারীরিকভাবে আক্রমণ ও জামিনের শর্ত ভঙ্গসহ ২০২৩ সালের ৫ ডিসেম্বর থেকে এ বছরের ১২ এপ্রিলের মধ্যে স্লাটারের বিরুদ্ধে সর্বমোট ১৯টি অভিযোগ গঠন করা হয়েছে। এজন্য তাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার আবারও আদালতে তার মামলা উপস্থাপন করা হয়।  অস্ট্রেলিয়ার হয়ে ক্যারিয়ারে বেশ উজ্জ্বল ছিলেন স্লাটার। জাতীয় দলের হয়ে ৭৪টি টেস্ট ও ৪২টি ওয়ানডে খেলেলেন এই ক্রিকেটার। সাদা পোশাকে আছে ১৪টি সেঞ্চুরি। ওয়ানডেতে ২৪.০৭ গড়ে রান করেছেন ৯৮৭। ২০০৪ সালে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবে নাম করেন সাবেক এই ক্রিকেটার।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW