বাউফলে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা  অনুষ্ঠিত 

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৪, ০২:৫০ এএম

পটুয়াখালীর বাউফলে "প্রানী সম্পদে ভরবো দেশ, বানাবো স্মার্ট বাংলাদেশ "  এই  প্রতিপাদ্যকে  ধারণ করে  এক দিনের  প্রানীসম্পদ  প্রদর্শনী  মেলার উদ্বোধন করেন  সাবেক চিফ হুইপ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী  কমিটির সভাপতি   আলহাজ¦ আ স ম ফিরোজ এমপি। 
আজ (১৮ এপ্রিল) বৃহস্পতিবার  বেলা ১১ টায় প্রধান অতিথি  হিসেবে স্থানীয়  সাংসদ  আ,স,ম ফিরোজ এমপি   মেলার ৩০ টি স্টলে  উপজেলার ১২১৮  পিজি গ্রুপের  সদস্যদের   বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি পশু পাখি গরু ছাগল ভেড়াসহ   চিকিৎসা সরঞ্জাম পরিদর্শন করেন।  
মেলার স্টল পরিদর্শন শেষে  বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা  নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর  সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ সারথি দত্ত।  এ  সময়  অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন  বাউফল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা  সুনীত কুমার গায়েন, নওমালা ইউপি চেয়ারম্যান এড. কামাল হোসেন,  অধ্যক্ষ জামাল হোসেন, আনোয়ার হোসেন বাচ্চু, খামারী, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ  প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW