সুজানগরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

এফএনএস (সুজানগর, পাবনা) :  : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৪, ০২:৫৪ এএম : | আপডেট: ১৮ এপ্রিল, ২০২৪, ০৫:২১ এএম

প্রাণিসম্পদ উন্নয়নে সরকারের সাফল্যকে তুলে ধরতে বৃহস্পতিবার সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। ওইদিন সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আগারগাঁ পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে একযোগে দেশের সকল জেলা ও উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন। সুজানগর পৌর পেঁয়াজ বাজারে আয়োজিত ওই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদ, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ সেলিম হোসেন শেখ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও মেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা মোঃ আবুরেজা তালুকদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টলে প্রদর্শিত গরু, ছাগল, ভেড়া এবং মহিষসহ বিভিন্ন প্রাণি ও এ-সংক্রান্ত প্রযুক্তি ঘুরে দেখেন। শেষে মেলায় অংশ রেওয়া খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW