চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

এফএনএস: : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৪, ০৩:২৯ এএম

চুয়াডাঙ্গায় ১৬ দি‌ন ধ‌রে অব্যাহত র‌য়ে‌ছে তীব্র থে‌কে অতি তীব্র তাপমাত্রা। বাতাসে বইছে আগুনের হল্কা। শনিবার এ জেলায় স‌র্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হ‌য়ে‌ছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেল‌সিয়াস।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, গত ১৬ দিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। শনিবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় হিট অ্যালার্ট জারি আছে।

তিনি আরো বলেন, ৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা আরো বাড়তে পারে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে হিট অ্যালার্ট মে‌নে চল‌তে। যেহেতু হিটস্ট্রোক হচ্ছে। সেহেতু সাবধানতা অবলম্বন করতে হবে। সেইসাথে সবার যে অবলম্বন বিশেষ করে কৃষি, গবাদি পশু-পাখির প্রতি যতœশীল হতে হবে এ মুহূর্তে।
তিনি আরো বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য ও নির্দেশনা দেয়া হচ্ছে সে অনুযায়ী মাইকিং করা হচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW