মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : : | প্রকাশ: ১০ মে, ২০২৪, ০৩:০০ এএম : | আপডেট: ১০ মে, ২০২৪, ০৩:০১ এএম

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে স্ত্রী ছালেহা খাতুনকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে স্বামী এলাহী বক্স (৬২)। শুক্রবার (১০ মে) সকাল ছয়টার দিকে সদর উপজেলার গোভিপ্রর গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে।

ছালেহা খাতুনের বড় মেয়ে হালিমা খাতুন বলেন, সকালে উচ্চ স্বরে চিৎকার শুনে বাবা মায়ের ঘরের সামনে গিয়ে দেখি বাবা আমার মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে বসে আছে। রক্ত গাড়িয়ে গড়িয়ে পড়ছে। তাৎক্ষনিক অনেক লোকজন জড় হয়ে যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।  মায়ের লাশ উদ্ধার করে মর্গে নিয়ে গেছে।  

এলাহী বক্সকে গ্রেপ্তারের সময় তিনি বলেন, আমার পারিবারক জীবন অসহ্য হয়ে গিয়েছিলো। নানা রকম সমস্যার করণে উত্তেজিত হয়ে মাথা ঠিক রাখতে পারিনি। তাই এই অপরাধ করে ফেলেছি। আমাকে নিয়ে চলেন। ডিসি সাহেবকে বলে আমাকেও গুলি করে হত্যা করেন। 

মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক নানা সমস্যার কারণে এই হত্যাকান্ডের ঘটা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW