সেনবাগে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ২৪ মে, ২০২৪, ০৬:৫৮ এএম

নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজারে যাত্রীবাহি বাস চাপায় মোঃ শাকিব (১৫) নামের এক পোল্ট্রি দোকান কর্মচারী সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত শাকিব সেনবাগ উপজেলা ৭নং মোহাম্মদপুর ইউপির ধর্মপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।ওই দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর দেড়টার দিকে।

স্থানীয়রা জানায়, শাকিব দুপুরের খাবার খাওয়ার জন্য সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল, এ সময় সে সেবারহাট পূর্ব বাজার পৌছলে চৌমুহনী থেকে চট্টগ্রাম গামী জোনাকী পরিবহনের একটি দ্রুত গতির বাস ১৫-৬৪৬৫ শাকিবের সাইকেলটিকে চাপা দিলে তার সাইকেলটি ধুমড়ে মুছড়ে যায়। এতে শাকিব গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এস আই নূর মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় লোকজন কর্তক আটককৃত জোনাকি পরিবহনের বাস ও বাসের চালক মতিউর রহমানকে আটক করেছে থানায় নিয়ে যায়। বর্তমানে গাড়ীটি ও চালক চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। মামলা প্রক্রিয়াধীর বলে জানাগেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW