কোপার ৪৮তম আসরে নারী রেফারি

এফএনএস স্পোর্টস: : | প্রকাশ: ২৫ মে, ২০২৪, ০৬:১৪ এএম

শতবর্ষী কোপা আমেরিকায় প্রথমবারের মতো রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন দুইজন নারী। গত শুক্রবার নারী অফিশিয়ালদের অন্তর্ভুক্ত করে ২০২৪ কোপা আমেরিকার রেফারিদের তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)। ব্রাজিলের এদিনা আলভেজ ও যুক্তরাষ্ট্রের মারিয়া ভিক্টোরিয়া পেনসোকে এবারের কোপা আমেরিকায় রেফারির দায়িত্ব পালন করতে দেখা যাবে। পেনসো ২০২৩ নারী বিশ্বকাপ ফাইনালে এবং এদিনা আলভেজ ২০১৯ ও ২০২৩ নারী বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন। এই দুজনের সঙ্গে এবার সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আরো পাঁচ নারী। কোপা আমেরিকায় কাজ করবেন এমন নারী-পুরুষ মিলিয়ে মোট ১০১ জন রেফারির তালিকা প্রকাশ করেছে কনমেবল। কনমেবল ও উয়েফার মধ্যে চুক্তির অংশ হিসেবে ইউরোপ থেকেও এবার কোপা আমেরিকায় ম্যাচ অফিশিয়ালদের দেখা যাবে। ১৯১৬ সালে যাত্রা শুরু করা মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতার মধ্যে প্রাচীনতম আসর কোপা আমেরিকা ২১ জুন শুরু হয়ে শেষ হবে ১৫ জুলাই। আর্জেন্টিনা-কানাডার মধ্য দিয়ে শুরু হতে যাওয়া এবারের আসরে মোট দল ১৬টি। প্রতিযোগিতার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW