ঝালকাঠির বড়ইয়া ইউনিয়নে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ 

এফএনএস (ঝালকাঠি) : : | প্রকাশ: ১ জুন, ২০২৪, ১০:৪৪ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে ঘুর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্রের মাঝে ত্রাণ সহায়তায় দিয়েছেন ইঞ্জিনিয়ার হারুন। ২/৩ দিন ধরে ঘুর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ সহায়তায় করছেন তিনি। বুধবার থেকে তিনি ত্রাণ সামগ্রী, নগত টাকা ও বিভিন্ন সামগ্রী অসহায়দের বাড়ি পৌছে দিচ্ছেন।

এ সময় তার সাথে ছিলেন বড়ইয়া ইউনিয়নের ইউপি সদস্য কবির হোসেন, ব্যাবসায়ী আল আমিন হাওলাদার, শাহিন মাদবর ও আ'লীগ নেতা নুরুল হক হাওলাদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা। 

ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ নিজ অর্থায়নে বেশ কয়েক বছর যাবত বড়ইয়া ইউনিয়নে মানব সেবায় কাজ করে যাচ্ছেন।  

স্থানীয়রা ইঞ্জিনিয়ার হারুন অর রশিদের এ সেবামুলক কর্মকাণ্ডের প্রসংশা করেন। তারা বলছেন হারুনের মত অনান্য সামর্থবান ব্যাক্তিরা সামাজিক কাজে এগিয়ে আসলে অসহায় মানুষদের দুঃখ দুর্দশা কমে যেত। সমাজের বিত্তশালীদের এতবড় দুর্যোগে এগিয়ে আসা উচিত।

এ প্রসঙ্গে ব্যবসায়ী ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ বলেন, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। তাই গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার সাধ্য অনুযায়ী  মানুষকে সাহায্য করছি। এলাকার কেহ যখনই কোন সমস্যায় পরে আসে, আমি সাধ্য অনুযায়ী সাহায্য করে যাচ্ছি। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW