গাবতলীতে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) : | প্রকাশ: ৬ জুন, ২০২৪, ০৬:০৬ এএম

বগুড়ার গাবতলীতে নিখোঁজের ৩দিন পর বুলি বেগম (৭০) নামের এক বৃদ্ধার লাশ গজারিয়া নদী থেকে বৃহস্পতিবার উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। জানা গেছে, গাবতলী সোনারায় ইউনিয়নের খুপি গ্রামের মৃত আব্বাস আলীর স্ত্রী বুলি বেগম সোমবার (৩জুন) দুপুরে বাড়ী হতে বের হয়ে নিখো হয়। গজারিয়া নদী পার হয়ে আটবাড়িয়া আদর্শ গ্রামে ছোটছেলে রেজাউল করিমের বাড়ীতে যান তিনি। এরপর তার কোন সন্ধান না পাওয়ায় খোঁজাখুঁজির করতে থাকে তর ছেলেরা। আদর্শ গ্রামে ছেলের বাড়ী হতে একশত গজ দূরে গজারিয়া নদীতে বুলি বেগমের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে সেখান থেকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া মর্গে পাঠিয়ে দেয় স্বজন ও এলাকাবাসীর ধারনা, নদীর উপর বাঁশের সাঁকো পারাপারের সময় বুলি বেগম নদীতে পারে গিয়ে তার মৃত্যু হতেপারে। গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পানিতে ভাসমান অবস্থায় বুলি বেগম ৭০ বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW