কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

এফএনএস: : | প্রকাশ: ৯ জুন, ২০২৪, ০২:১১ এএম

কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৫০) বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন।

৬০ বিজিবি’র অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, রোববার সকালে আনোয়ার হোসেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছেন এমন অভিযোগে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW