প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রীলংকার রাষ্ট্রপতির সাক্ষাৎ

এফএনএস: : | প্রকাশ: ১০ জুন, ২০২৪, ০১:৪০ এএম

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রীলংকার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহ। সোমবার (১০ জুন)  সকাল এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে। বৈঠকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সম্পর্ক এবং সহযোগিতা জোরদার করার চলমান প্রচেষ্টা তুলে ধরা হয়।

এর আগে রোববার (৯ জুন) শপথের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত ছিলেন তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণা এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল।

তার আগে বিজেপির জ্যেষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদভানি এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে যোগ দিতে গত শনিবার (৮ জুন) থেকে নয়াদিল্লি সফরে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW