ক্রুসের কাছ থেকে ফোনের আশায় আনচেলোত্তি

এফএনএস স্পোর্টস: : | প্রকাশ: ১০ জুন, ২০২৪, ০৩:৪৯ এএম

ক্লাব ফুটবলে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন টনি ক্রুস। মাসেই শুরু হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপ খেলেই তুলে রাখবেন জাতীয় দলের জার্সিও। কিন্তু ক্রুস ক্লাব ফুটবল চালিয়ে যাক এমনটাই চান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি। ক্রুস চাইলেই রিয়ালের হয়ে খেলতে পারবেন আসছে মৌসুমে। সেক্ষেত্রে জার্মান এই মিডফিল্ডারের কাছ থেকে সম্মতি পেতে একটি ফোন কলের আশায় আছেন আনচেলোত্তি, গত মাসেই রিয়াল মাদ্রিদ থেকে রাজকীয় বিদায় পেয়েছেন ক্রুস। নিজের শেষ মৌসুমে লস ব্লাংকোদের জার্সিতে জিতেছেন লা লিগা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। কিন্তু ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার এখনি বুট জোড়া তুলে রাখুক এমনটা চায় না সমর্থকরা। আনচেলোত্তিও চান, ক্রুস খেলা চালিয়ে যাক। ইটালিয়ান এই কোচ আশা করছেন, সিদ্ধান্ত বদলে ফেলবেন ক্রুস। আনচেলোত্তি বলেছেন,'দুর্ভাগ্যক্রমে ক্রুস খেলা না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু রিয়ালে পরিবার নিয়ে থাকবে। আমি তাকে বলেছি যদি সে সিদ্ধান্ত বদলায় তাহলে, আমরা ফোন কল শুরু করতে পারি।' রিয়ালের জার্সিতে ৪৬৫ ম্যাচ খেলে ২৩টি ট্রফি জিতলেন ক্রুস। গত ১০ বছর ধরে যিনি রিয়ালের মধ্যমাঠ আগলে রেখেছেন তিনি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW