তুচ্ছ ঘটনায় চাঁদপুরের শহরের পুরাণবাজারে দুপক্ষের দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনায় আল আমিন (৩২) নামের এক অটো চালক নিহত হয়েছেন। তিনি চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি মজিদ খানের মেঝো ছেলে। ১১ জুন মঙ্গলবার রাতে মধূসুদন স্কুলের পলাশের মোড়ে এই ঘটনা ঘটে। এর আগে মধূসুদন স্কুল মাঠে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচন করা নিয়ে বিরোধ থেকে নিতাইগঞ্জ ও মেরকাটিজ এলাকার দু’পক্ষের যুবকদের মধ্যে ঝামেলার সৃষ্ট হয় এবং তারা সংঘর্ষে জড়িয়ে যায়। পরে উভয় পক্ষের নারী পুরুষসহ দলে দলে লোকজন রাস্তার ওপর জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপসহ ধাওয়া পাল্টা ধাওয়া করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পৌঁছায় এবং লাটি চার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আর এতেই আলামিন নামের ওই যুবক নিহত হয় বলে অভিযোগ উঠেছে। তবে চাঁদপুর সদর হাসপাতালে পুলিশ কন্সটেবল স্বপন ও আলামিনকে চিকিৎসা নিতে দেখা যায়। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ওমর ফারুক শুভ বলেন, মাথায় বুলেট ইন্জুরির কারণে ওই যুবক নিহত হতে পারেন। কেননা মাথায় অনেকটা রক্ষক্ষরণ হয়েছে। পরিস্থিতি থমথমে হওয়ায় হাসপাতালে ছুটে এসে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, আমরা পুরানবাজারে ঘটনা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। ওখানের উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে হয়েছে। তবে গুলি ছোঁড়া হয়নি। আমরা অভিযান চালাচ্ছি এবং ঘটনার মূল রহস্য উদঘাটন করে দোষীদের দ্রুত আটক করতে ব্যবস্থা নিচ্ছি।