বাঘায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের উদ্বোধন

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :  : | প্রকাশ: ১৩ জুন, ২০২৪, ০৩:০২ এএম

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা বাজার শাখা ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টায় প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন বারিন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সামসুদ্দিন।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারিন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. বলাই চন্দ্র সরকার, উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম সুবির কুমার দত্ত।

সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার রাজশাহীর হেড অব ব্রাঞ্চ প্রধান তারেক আহমেদ। বাউসা বাজার শাখা ব্যাংক এশিয়ার এজেন্টে ব্যাংকের পরিচালক রতন কুমার ভৌমিকের পরিচালনায় বক্তব্য রাখেন বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW