বিদ্যুতের তার গাছে গাছে! আতঙ্কে গ্রামবাসী

এফএনএস: : | প্রকাশ: ১৩ জুন, ২০২৪, ০৩:৫১ এএম

বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে ঘনবসতির দেশ। সুশৃঙ্খল পরিবেশে বসবাসের জন্য মানুষের বিদ্যুতের চাহিদার কমতি নেই। সুন্দর পরিবেশের জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। কিন্তু যখন বিদ্যুৎ ব্যবস্থায় অনিয়ম আর ঘুষের সঙ্গ দেখতে পাওয়া তখন বিষয়টা কেমন দাঁড়ায়? বিদ্যুতে ব্যবস্থাপনায় এমনি একটি অনিয়মের অভিযোগ উঠেছে ভোলায়। জানা যায়, গাছে গাছে তার বেঁধে ভোলায় শত শত গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুতের খাম্বা দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে ১০ বছরেও তা দেওয়া হয়নি। উলটো এসব কথা বলতে গেলে হেনস্তার শিকার হতে হয় গ্রাহকদের। বিদ্যুৎ পেয়েই সন্তুষ্ট থাকতে বলা হয়। বেশির ভাগ জায়গায়ই গাছের সঙ্গে বেঁধে হাই ভোল্টেজ তার দূর দূরান্তে নেওয়া হয়েছে। এছাড়াও বিদ্যুতের নির্ধারিত খাম্বা বা খুঁটি না থাকায় অনেক নীচু দিয়ে গাছের সঙ্গে বেঁধে তার নেওয়া হয়েছে। বাগানের মধ্য দিয়ে মানুষের মাথা সমান উঁচুতে বিভিন্ন গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে বিদ্যুতের তার। ফলে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে যখন গাছে গাছে বিভিন্ন ফল পাকে তখন গ্রামের শিশু-কিশোররা বেশি ঝুঁকিতে থাকে। বিদ্যুৎস্পর্র্শে অনেকে গুরুতরো আহত হওয়ার খবরও পাওয়া যায়। জানা যায়, এক ব্যক্তি খাম্বা দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে ৩ লাখ টাকা তুলে দিয়েছিলেন বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তার কাছে। তখন বিদ্যুৎ অফিসের লোকেরা গাছে গাছে বেঁধে বিদ্যুৎ সংযোগ দিয়েছিল। তারা জানিয়েছেন, পরে খাম্বা পুঁতে বিদ্যুতের তার তাতে বেঁধে দেওয়া হবে। কিন্তু ১০ বছর ফিরিয়ে গেলেও মেলেনি খাম্বা। বাংলাদেশ যেহেতু ঘনবসতির দেশ সেহেতু বিদ্যুৎ ব্যবস্থায় অনিয়ম থাকলে ঝুঁকির সম্ভাবনা বেশি থাকে। বিদ্যুৎ ব্যবস্থাপনায় অনিয়ম আর দুর্নীতির কারণে প্রতিবছর শত শত মানুষ বিদ্যুৎস্পর্র্শে নিহত হন আবার অনেকে আহত হয়ে সারাজীবনের জন্য পঙ্গু হয়ে থাকেন। এমন অনাকাক্সিক্ষত মৃত্যুর জন্য বিদ্যুতে অনিয়মকারীরাই দায়ী। যারা এমন দুর্নীতি আর বিদ্যুতে অব্যবস্থাপনার সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। এছাড়াও বিদ্যুৎ বিভাগে জড়িত সংশ্লিষ্টদের সব সময় তদারকিতে রাখতে হবে। কেননা একটু অনিয়মেই ঝরবে তাজা প্রাণ। ভোলা বাসির আতঙ্কের কথা চিন্তা করে তাদের বিদ্যুৎ ব্যবস্থাপনায় সুশৃঙ্খল পরিবেশ তৈরি করাটা একান্ত প্রয়োজন। তাছাড়া আগামীতে যেন কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতি করতে না পারে সেদিকে সরকারকে লক্ষ রাখতে হবে। দেশকে উন্নয়নশীল করতে হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার বিকল্প নেই।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW