সুনামগঞ্জে নাসিমা আক্তার জলি স্মরণে শোকসভা

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) :  : | প্রকাশ: ১৩ জুন, ২০২৪, ০৫:৪৫ এএম

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর পরিচালক প্রোগ্রাম, বিকশিত নারী নেটওয়ার্ক ও জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম জাতীয় কমিটির সম্পাদক নাসিমা আক্তার জলির স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর অফিসে বিকশিত নারী নেটওয়ার্ক ও জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম ও হাঙ্গার প্রজেক্টর সহযোগিতায় এ শোক সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে নাসিমা আক্তার জলি স্মরণে প্রথমে ১ মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা হয়।

বিকশিত নারী নেটওয়ার্ক এর সুনামগঞ্জ জেলা সভাপতি কল্পনা আক্তার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেনা আক্তার এবং ইউসি সাইফ উল্লাহর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সুজনের সহসভাপতি শাহীনা চৌধুরী রুবি।

বিশেষ অতিথি জেলা সুজনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাইদ, সুনামগঞ্জ পৌর সভার নারী কাউন্সিলার সাবিনা চৌধুরী মনি।

বক্তারা বলেন, নাসিমা আক্তার জলি তার কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন।  তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমরা কাজ করবো। এদেশের নারী ও কন্যাশিশুদের হৃদয়ে জলি আপা বসবাস করবেন অনন্তকাল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর সিলেট অঞ্চলের সমন্বয়কারী মোজাম্মেল হক।

অনঢন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সুজনের অর্থ সম্পাদক আল ফারুক, বিশ্বম্ভপুর পিএফজির সমন্বয়কারী ফুলমালা, চরমহল্লার সুজন এর সাধারণ সম্পাদক আবদুর রহমান, নারীনেত্রী ঝরণা আক্তার, শিখা রানী, জবা রানী, কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম সদস্য শিউলী ভট্রাচার্য, নারী উদ্যোক্তা উম্মে রুমাইয়া, সিলেট বিভাগের ইয়থ কো-অডিনেটর তামিম আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী তাজকিয়া হক তাজিন, সিলেট এমসি কলেজের কো- অডিনেটর দুর্জয় রায়, ইয়থ মোবিলাইজেশন অফিসার রফিকুজ্জামান, ইউনিয়ন সমন্বয়কারী হারান চন্দ্র ধর।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW