বরিশালে নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :  : | প্রকাশ: ১৪ জুন, ২০২৪, ০৩:৪৮ এএম

নিখোঁজের একদিন পর শুক্রবার সকালে পুকুর থেকে রাজমিস্ত্রি আলমগীর হোসেন সরদারের (৪৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রী শেফালী বেগমের অভিযোগ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে তার (শেফালী) আপন দেবর পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা গ্রামের।নিহত আলমগীর ওই গ্রামের মৃত আলী হোসেন সরদারের ছেলে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

শেফালী বেগম অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে আমার আপন দেবর সাহাবুদ্দিন সরদারের সাথে আমাদের চরম বিরোধ চলে আসছে। এনিয়ে একাধিকবার আমার স্বামীকে হত্যার হমকি দেওয়া হয়। সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে আমার স্বামীর সাথে তুমুল বাগ্বিতন্ডায় জড়িয়ে পরে সাহাবুদ্দিন ও তার স্ত্রী ঝুমুর বেগম। ওইসময় আমার স্বামীকে হত্যা না করে  ঘরে  ফিরবেনা বলে সাহাবুদ্দিন হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়।
শেফালী বেগম আরও বলেন, বৃহস্পতিবার রাতে আমার স্বামী পাশ্ববর্তী চন্দ্রহার বাজার থেকে বাড়িতে না ফেরায় বিভিন্নস্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে প্রতিবেশী বাচ্চু সরদার তাদের পুকুরের মধ্যে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। শেফালী বেগমের অভিযোগ, তার স্বামীকে হত্যা করে লাশ পুকুরে ফেলা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW