দুর্নীতি রুখি

লায়ন মোঃ গনি মিয়া বাবুল : | প্রকাশ: ২৯ জুন, ২০২৪, ০৬:৫১ এএম

 
দেশ ছেয়েছে দুর্নীতিতে
আমজনতার কষ্ট,
রন্ধ্রে রন্ধ্রে ঘুন পোকারা
করছে সবই নষ্ট।

দৃষ্টিহরা মিষ্টি বুলি
শুনতে ভালো বেশ,
জ্বাললে আগুন অন্তরালে
শান্তি নিরুদ্দেশ।

দুর্নীতির এই জ্বর ব্যাধিতে
ভুগছে গোটা জাতি,
বাজেটে সবার আগে
জ্বালাও ন্যায়ের বাতি।

মনের আয়নায় নিজকে দেখে
দুর্নীতিবাজ ধর,
শক্ত হাতে স্বজন প্রীতির
নীতি নিপাত কর।

পরিচিতি ঃ
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW