টাঙ্গাইলে যানজট নির্বাচনে ট্রাফিক বিভাগের সাথে মতবিনিময় 

এফএনএস (বিভাস কৃষ্ণ চৌধুরী; টাঙ্গাইল) : : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৪, ১০:১৮ এএম

১১ জুলাই টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ট্রাফিক বিভাগের সকল অফিসার ও ফোর্সদের সমন্বয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়কের যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা, পুলিশ সুপার, টাঙ্গাইল। 

সভার শুরুতে টাঙ্গাইল ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যগণ। 

পুলিশ সুপার ট্রাফিক বিভাগের সকলের সাথে পরিচিত হন এবং তাদের সার্বিক কার্যক্রম সম্পর্কে শোনেন। 

তিনি ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়কের, জেলার শহরের প্রধান প্রধান সড়ক গুলোর যানজট নিরসনে নিদের্শনা প্রদান করেন। 

তিনি  ট্রাফিক বিভাগের প্রত্যেকটি সদস্যকে সততা ও ন্যায় নিষ্ঠার সহিত তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করা সহ ট্রাফিক বিভাগ টাঙ্গাইল এর কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনার কথা ব্যক্ত করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, টিআই, ট্রাফিক বিভাগ, টাঙ্গাইল সহ ট্রাফিক বিভাগের সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW