প্রত্যাশা ছিল এমনটাই। মুক্তির পর বক্স অফিসে তা-ব চালিয়ে সেই প্রত্যাশা শতভাগ পূরণ করল প্রভাস-দীপিকা অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি।’ প্রেক্ষাগৃহে ‘কল্কি’ ঝড় যেন থামছেই না! বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই বক্স অফিসে চালকের আসনে। ইতোমধ্যে ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে কল্কি। এবার বিশ্বব্যাপী আয়ে হাজার কোটি ক্লাবের কাছাকাছি সিনেমাটি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, কল্কি ১৫তম দিনে ভারতে আয় করেছে ৬.৩৫ কোটি রুপি। ১৫ দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৪৩ কোটি রুপি। যার মধ্যে তেলেগু ভার্সনে ২৫৩ কোটি এবং হিন্দি ভার্সনে ২৩২ কোটি আয় করেছে এটি। বিশ্বব্যাপী আয় তুলে নিয়েছে ৯০০ কোটির বেশি। এদিকে ‘কল্কি ২৮৯৮ এডি’র টিম জানিয়েছে, সিনেমাটি ১০০০ কোটির (গ্রস আয়) ঘরে পা রেখেছে। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালাও এক্সে (টুইটার) খবরটি নিশ্চিত করে লিখেছেন, ‘কল্কি ২৮৯৮ এডি বক্স অফিসে হাজার কোটি ছাড়িয়েছে।’ নাগ অশ্বিনের সাই-ফাই চলচ্চিত্র ‘কল্কি’ এ বছর ভারতের সর্বাধিক আয় করা চলচ্চিত্র হয়ে উঠেছে। ইতোমধ্যে ভারতীয় বক্স অফিসে সানি দেওলের ‘গাদার ২’-এর আয় ছাড়িয়েছে এটি এবং শাহরুখ খানের ‘পাঠান’কে টপকে যাওয়ার দৌড়ে আছে। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ আয়ের তালিকায় ‘পাঠান’ (৫৪৩ কোটি) ও ‘গাদার ২’ (৫২৫ কোটি) জায়গা করে নিয়েছে গত বছর মুক্তি পেয়ে। কল্কি ‘গাদার ২’কে টপ গেছে। এখন সামনে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান।’ ইতোমধ্যেই শাহরুখের পাঠানের সমান পর্যায়ে এসে পৌঁছে গেছে প্রভাসের কল্কি। বাণিজ্য বিশ্লেষকদের মতে, পাঠানকে টপকে শিগগিরই জওয়ানের ঘাড়ে নিশ্বাস ফেলতে যাচ্ছে প্রভাসের কল্কি। তবে শুধু বক্স অফিসই নয়, দর্শকদের কাছ থেকেও দারুণ প্রশংসা পাঁচ্ছে নাগ অশ্বিনের সিনেমাটি। সমালোচকরাও দিচ্ছেন বাহবা। সিনেমার ভিএফএক্স ও চিত্রনাট্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সায়েন্স ফিকশন ও মিথলজির দারুণ সংমিশ্রণ ঘটিয়েছেন নির্মাতা নাগ আশ্বিন, এমনটাই মন্তব্য সবার মুখে মুখে। ‘কল্কি ২৮৯৮ এডি’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখ। এ ছাড়া বিশেষ ক্যামিও দিয়েছেন বিজয় দেবেরকোন্ডা, দুলকার সালমান ও ম্রুনাল ঠাকুরের মতো তারকা।