রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ সীমানায় মাদারপুর নামক স্থানে গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড় টার দিকে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় অজ্ঞাত (৫৫) একজন মহিলা মারা গেছে। বড়দরগাহ হাইওয়ে পুলিশের এস আই আকরাম হোসেন জানান,ম্যাক্্ির পরিহিত অপ্রকৃতিস্থ ধরনের অজ্ঞাত ওই পথচারীকে দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ী ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ব্যাপারে মামলা হয়েছে। লাশ ময়না তদন্তে রংপুর মর্গে প্রেরন করা হয়েছে। খবর লেখা পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।