নোয়াখালীর সেনবাগে সিএনজি চালিত অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ বাকের হোসেন (৫০) নামের এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। নিহত বাকের হোসেনে বাড়ির কবিরহাট উপজেলার যাদবপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত ইমাম আলীর ছেলে। শরিবার দুপুরে দেড়টার দিকে সেনবাগ উপজেলারছমির মুন্সির হাট- লেমুয়া-কুতবেরহাট সড়কের গোপালপুর নামক স্থানে ওই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, মোঃ বাকের হোসেন শনিবার দুপুরে উপজেলার ছমির মুন্সির হাট বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে নিজ বাড়ি কবিরহাটের উদ্দেশ্যে রওয়া দিয়ে ছমির মুনিনসরহাট-লেমুয়া-কুতুবেরহাট সড়কের গোপালপুর নামকস্থানে পৌছলে বিপরিত দিক থেকে একটি দ্রুতগতি মোটর সাইকেল এসে সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজির যাত্রী বাকের গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ ৫০ শর্য্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তর্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনালের হাসপাতালের মর্গে প্রেরণ করে।