সিংড়ায় দেড় লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে দিল মৎস্য অধিদপ্তর

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) :  : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৪, ০৪:০৮ এএম

সিংড়া বাজারে অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে স্থানীয় মৎস্য অধিদপ্তর। সোমবার সকাল ৮ টায় স্থানীয় সাংবাদিক ও পরিবেশ কর্মীদের সহযোগিতায় পৌর শহরের খাদ্য গোডাউনের পার্শ্বে  জাল কেনা-বেচার সময় জব্দ করেন মৎস্য অধিদপ্তরের লোকজন। পরে কোর্ট মাঠ এলাকায় জালগুলো পুড়িয়ে দেয়া হয়। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব জামান সিদ্দিকী, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক কুরবান আলী প্রমূখ।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW