বড়দলে যুব ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৪, ১০:৪৮ এএম

আশাশুনি উপজেলা যুব ফোরামের ত্রৈমাসিক সভা সোমবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। বড়দল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব ফোরামের সদস্য নাঈম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদিশ চন্দ্র সানা। বিপুল রায়ের সঞ্চালনায় সভায় সহায়কের দায়িত্ব পালন করেন মাসুদ রানা।

উপজেলার ১১ ইউনিয়নের যুব প্রতিনিধিদের অংশগ্রহণে সভায় জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করা নিয়ে আলোচনা করা হয়। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW