ঈদগাঁও বাস স্টেশন জামে মসজিদে নামাজ আদায়ে ভোগান্তির শেষ নেই

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৪, ১১:১৩ এএম

দীর্ঘদিন অযত্ন ও অবহেলায় পড়ে আছে ঈদগাঁও বাস স্টেশনের কেন্দ্রীয় জামে মসজিদ। বলা যায় একপ্রকার নামাজ পড়ার অনুপযোগী হয়ে উঠেছে ধর্মীয় এ প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির জমি- জমা নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মুসল্লিদের নামাজ আদায়ে প্রতিনিয়ত বেগ পেতে হচ্ছে।

মসজিদের সামনে মার্কেট তৈরি করায় মসজিদটি অপেক্ষাকৃত অনেক নিচু হয়ে গেছে। তাই এখানে স্বাচ্ছন্দে নামাজ আদায় করতে অনেক অসুবিধা। পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদের আধুনিকায়ন হলেও নানা কারণে উন্নয়ন ও সংস্কার বঞ্চিত ব্যাপক জন অধ্যুষিত  এ মসজিদখানা। 

বছর দুয়েক আগে উন্নয়ন ও সংস্কারের পদক্ষেপ নেয়া হলেও তা তেমন এগোয় নি।

অবশেষে দীর্ঘদিন পর মসজিদ খানার উন্নয়ন ও সংস্কারের পদক্ষেপ নেয়া হচ্ছে। 
এতে নামাজ পড়ার উপযোগী পরিবেশ তৈরি করতে স্থানীয়দের তৎপরতা দেখা যাচ্ছে। ইতোমধ্যে অনেকে সহায়তার হাত প্রসারিত করেছেন। অনেকে আবার দানের প্রতিশ্রুতিও দিয়েছেন। সংশ্লিষ্টদের প্রাথমিক হিসাব মতে উন্নয়নের জন্য ২৫ লক্ষ টাকা দরকার। ইতোমধ্যে ছয় লক্ষ্য টাকার সংস্থান হয়েছে। উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়ন তথা মসজিদের পুনঃনির্মাণ কল্পে এক সভা ১৪ জুলাই রাতে অনুষ্ঠিত হয়েছে। বাস স্টেশনের সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুস সালাম।

ঈদগাঁওর সমাজসেবক ও ব্যবসায়ী মুফিজুর রহমান মুফিজের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, সমাজসেবক মাওলানা নুরুল ইসলাম, রশিদ আহমদ বাবুল কোম্পানি, সমাজসেবক রেজাউল করিম সিকদার, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান আজাদ (লুতু), ঈদগাঁও আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন, ব্যবসায়ী শহীদুল্লাহ মিয়াজী, সাবেক মেম্বার জসিম উদ্দিন, মসজিদের মুতাওয়াল্লী শাহাদাত হোসেন, ডাক্তার এহেসানুল হক। উপস্থিত ছিলেন আলহাজ্ব আবদুর রশিদ, আমির সুলতান, ফিরোজ আলম, রমজানুল আলম কোম্পানি, রাশেদুল হক রিয়াদ,  সাবেক মেম্বার বশির আহমদ, ডেন্টিস্ট মোঃ নুরুল হুদা, রফিকুল ইসলাম (রফিক), এসআই নুরুল আমিন, শাহজাহান কোম্পানি, আবু হেনা, ফরিদুল আলম, জয়নাল আবেদীন, জমির উদ্দিন, জিসান, আনু মিয়া, জয়নাল উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী, সুধী সমাজ, মুসল্লী ও ধর্মপরায়ণ ব্যক্তিবর্গ।

এতে আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য তিনজনের সমন্বয়ে স্থানীয় একটি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। ওই তিনজন হলেন রেজাউল করিম সিকদার, রাশেদুল হক রিয়াদ ও মুতাওয়াল্লি শাহাদাত হোসেন।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মোঃ এহসান। 

আলোচকরা আশা প্রকাশ করেন যে, স্থানীয় বিত্তবান, ব্যবসায়ী, ধর্মপরায়ণ ব্যক্তিসহ সর্বস্তরের জনগণ এ মসজিদের পুনঃনির্মাণ ও উন্নয়ন কাজের সহায়তায় এগিয়ে আসবেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW