সেনবাগে ৭০ জন লিজ গ্রহীতার হাতে ডিসিআরের কপি হস্তান্তর 

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৪, ০২:৫১ এএম

ভূমি সেবা প্রদানের অংশ হিসেবে সেনবাগে ৭০ জন লিজ গ্রহীতার দোকানে দোকানে গিয়ে লিজের ডিসিআরের কপি হাতে হাতে পৌঁছে দিয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনবাগ, নোয়াখালী। মঙ্গলবার দুপুরে তিনি সেনবাগ উপজেলার ০৬নং কাবিলপুর ইউনিয়নের বি.এস ৮৫নং উত্তর ইয়ারপুর মৌজার প্রকাশ্য ছমির মুন্সির হাট বাজারে সরকারি খাসের জায়গায় ব্যবসা করার জন্য ৭০ জন ব্যবসায়ীকে জেলা প্রশাসক, নোয়াখালী মহোদয়ের বন্দোবস্তের প্রেক্ষিতে দীর্ঘদিন ওই বাজারে প্রকৃত ব্যবসায়ীগণ ব্যবসা পরিচালনা করে আসছে। তৎপ্রেক্ষিতে একসনা বন্দোবস্তের লীজমানি নবায়নের রসিদ মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে ভূমি অফিসে লোকজন সরে জমিনে এসে লিজ গ্রহীতাতের হাতে হাতে ডিসিআরের কপিগুলো হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান, আনোয়ার হোসেন বাহার, হুমায়ুন কবির, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, সেনবাগ পৌর ভূমি অফিস, নাজির, নুর উদ্দিন, সার্টিফিকেট পেশকার মো: হেদায়েতুল ইসলাম প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW