কটিয়াদীতে বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৪, ০৬:৫৬ এএম : | আপডেট: ১৬ জুলাই, ২০২৪, ০৬:৫৬ এএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের একদিন পর সাধন সূত্রধর (৭৯) নামে এক বৃদ্ধের মরদেহ বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের তেরগাতি গ্রামের বিল চাতলীয়া নামক বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাধন সূত্রধর তেরগাতি গ্রামের মৃত সুরেন্দ্র সূত্রধরের ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে কাঁচি নিয়ে বের হয়ে নিখোঁজ হন সাধন সূত্র ধর। এরপর থেকে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেন। এ ব্যাপারে তার ছেলে লিটন সূত্র ধর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন বিলে মাছ ধরতে গেলে বিলের পানিতে লাশ ভাসতে দেখে থানায় সংবাদ দেন। পুলিশ লাশটি উদ্ধার করে। 

মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী বলেন, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ ছিলেন। বিল থেকে উদ্ধারের সময় তার হাতে ঘাস কাটার কাঁচি ছিল। 
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে লাশটি পারিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW